--Advertisement --
Uncategorized

‌নারায়ণগঞ্জে প্রেমিক কে সাত টুকরো করে হত্যা করল প্রেমিকা

‌নারায়ণগঞ্জে প্রেমিক কে সাত টুকরো করে হত্যা করল প্রেমিকা

স্টাফ রির্পোটার: নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার চাঁদ ডাইংয়ের মালিক শিল্পপতি জসিম উদ্দিন মাসুমকে হত্যা করে লাশ সাত টুকরো মরদেহ গুমের চেষ্টার ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃত সেই নারীর সাথে মাসুমের অবৈধ সম্পর্কের জেরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। গ্রেপ্তাররকৃত আসামীর নাম রুমা।

এসময় তিনি বলেন, শিল্পপতি জসীমউদ্দিন মাসুমের গতকাল ক্ষতবিক্ষত সাত টুকরে লাশ উদ্ধার হয়। আমাদের পুলিশ তাৎক্ষণিক এর তদন্ত শুরু করে। গুলশান থানার একটি জিডির সূত্র ধরে আমরা এই ডিসিস্টের পরিচয় জানতে পারি। তার সাথে রুমা নামের একটি মহিলার অবৈধ সম্পর্ক রয়েছে বলে প্রথমিকভাবে জানা গেছে। তিনি খুন করে লাশটি টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেন।

তিনি আরো বলেন, আমরা লাশের টুকরা ও এই কাজে ব্যাবহৃত চাপাতি ও জামার টুকরো উদ্ধার করেছি। এ কাজে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের জিজ্ঞাসাবাদ চলছে।

এর আগে গত বুধবার দুপুরে কুড়িল-কাঞ্চন সড়কের উত্তর পাশে পূর্বাচলের ৫ নম্বর সেক্টর থেকে মাসুমের মরদেহের খণ্ডাংশগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায় তিনটি পলিথিন ব্যাগে একজন পুরো শরীরের অন্তত সাতটি অংশ পাওয়া গেছে।

আরও পড়ুন >   আড়াইহাজারে অপহরণের ৬ দিনেও উদ্ধার হয়নি ইমু
‌নারায়ণগঞ্জে প্রেমিক কে সাত টুকরো করে হত্যা করল প্রেমিকা
সাপ্তাহিক আড়াইহাজার

আরও দেখুন

সম্পৃক্ত

Back to top button