--Advertisement --
নির্বাচনজেলা সংবাদ

আড়াইহাজার পৌর নির্বাচনে চারজন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আড়াইহাজার প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলাধীন আড়াইহাজার পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আলহাজ্ব সুন্দর আলী দলীয় নেতা কর্মী সহযোগে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন অর্থাৎ ১৬ ই মে রোজ মঙ্গলবার উপজেলা নির্বাচন কমিশন রিটার্নি অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।


এছাড়াও সাম্প্রতিক সময়ে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করেন সাবেক মেয়র ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান, আড়াইহাজার পৌর আওয়ামীলীগ সভাপতি মেহের আলী মোল্লা এবং সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি মামুন-অর-রশীদ (মামুন)। চারজন মেয়র প্রার্থীর সকলেই সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থণা করছেন। প্রত্যেকেই পৌর অধিবাসী জনসাধারণকে বিভিন্ন সেবা দানের প্রতিশ্রুতি দিচ্ছেন। শেখ হাসিনা ঘোষিত সুষ্ঠু ও অবাধ নির্বাচনের প্রতিশ্রুতিতে আগামী ১২ ই জুনের পৌর নির্বাচনকে ঘিরে পৌর জনসাধারণের মধ্যে ভোটধিকার প্রয়োগের বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

আড়াইহাজার পৌর নির্বাচনে চারজন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
সাপ্তাহিক আড়াইহাজার

আরও পড়ুন >   ২৪ঘন্টায় করোনায় নতুন সনাক্ত ৮৮৭ এবং মৃত্যু ১৪জন
আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button