--Advertisement --
অপরাধ

পুরানচর বাজারে সংখ্যালঘুদের উপর হামলা

স্টাফ রির্পোটার: পাইকারচর ইউনিয়নের পুরানচর বাজারে সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে।

৩০ শে সেপ্টেম্বর সকাল ১০ঃ০০ ঘটিকায়  নরসিংদী জেলা নরসিংদী সদর উপজেলার পাইকারচর ইউনিয়নের পুরানচর গ্রামের প্রদীপ দাসের উপর পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের মুক্তিযোদ্ধা মহিজউদ্দিন ও তার ছেলেরা হামলা করেছে।

পাশের বাড়ির রাস্তা নিয়ে রাজন দাস ও রাম দাস এবং অন্যান্য হিন্দুদের সাথে মফিজ উদ্দিন এর দীর্ঘদিন ধরে একপ্রকার ঝামেলা চলতেছিল।
এতে করে মফিজ উদ্দিন রাস্তা বন্ধ করে দেয়। প্রতিবাদ করতে গিয়ে কথা কাটাকাটির মাধ্যমে এক প্রকার হাতাহাতি এবং মারামারি পর্যায় চলে যায়। এ সময় মফিজ উদ্দিন ও তার ছেলেরা বাশ শাবল নিয়ে সংখ্যালঘুদের উপর হামলা চালায়। তে তারা মাধবদী থানায় অভিযোগ করলে তদন্তের জন্য থানা থেকে পুলিশ পাঠানো হয়।

পুরানচর বাজারে সংখ্যালঘুদের উপর হামলা
সাপ্তাহিক আড়াইহাজার

আরও পড়ুন >   আড়াইহাজারে দুই গাঁজা ব্যবসায়ী গ্রেফতার
আরও দেখুন

সম্পৃক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button